Home » ২৫ বছরের ছোট পূজার সঙ্গে রোমান্স প্রসেনজিতের, হইচই নেটপাড়ায়

২৫ বছরের ছোট পূজার সঙ্গে রোমান্স প্রসেনজিতের, হইচই নেটপাড়ায়

by admin

রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সে সম্প্রতি বিচারকের আসনে দেখা যাচ্ছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে।  সোশ্যাল মিডিয়ায় পূজার জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২.৩ মিলিয়ন।  মুম্বই নিবাসী পূজা ডেবিউ করেছিলেন টলিউডে। এরপর বলিউডেও কাজ করেন তিনি।  বিয়ে করেন সম্প্রতি, এক সন্তানকে নিয়ে তাঁর এখন সুখের সংসার। এরই মাঝে টলিউডে ফিরছেন তিনি।  রাজা চন্দের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে।  সেই ছবিতে প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা। এবার শ্যুটিংয়ের মাঝে প্রসেনজিতের সঙ্গে চাঁদনী গানে একটি রোমান্টিক রিল বানিয়েছেন পূজা।  প্রসেনজিতের থেকে বছর ২৫-র ছোট পূজা। তবে এই ভিডিয়ো দেখে বয়সের সেই তফাৎ বোঝা দায়। এই জুটির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

You may also like

Leave a Comment