Home » ধর্মের টানে অভিনয় জগত ছেড়েছিলেন, এবার মা হতে চলেছেন বিগ-বসখ্যাত সানা খান…

ধর্মের টানে অভিনয় জগত ছেড়েছিলেন, এবার মা হতে চলেছেন বিগ-বসখ্যাত সানা খান…

by admin

২০২০ সালের অক্টোবরে ধর্মের টানে বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সানা খান।  সেই বছরই নভেম্বরে গুজরাতের মৌলানা মুফতি অনসকে বিয়ে করেছিলেন সানা।  সম্প্রতি প্রাক্তন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানান তিনি মা হতে চলেছেন।  স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে, প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন সানা।সানা লেখেন, ‘আল্লাহকে ধন্যবাদ। নতুন অতিথিতে স্বাগত জানাতে এক্সাইটেড। আমাদের তিনজনের জন্য প্রার্থনা করবেন। যাঁরা যাঁরা মা হতে চলেছেন, সবার জন্যই প্রার্থনা করবেন।’  অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা।  এক সাক্ষাৎকারে তিনি জানান যে, জীবনে শান্তি খুঁজে পেয়েছেন তিনি। আমার স্বামীর হাত ধরে আমি আল্লাহর আরো কাছাকাছি যেতে পেরেছি।

You may also like

Leave a Comment