101
কল্যাণপুর বনদপ্তরের উদ্যোগে নকশিরায় এডিসি বেলিজের আওতাধীন তুই বাগ্লাই বাজার এলাকায় হর্নবিল এর উপর এক সেমিনার আয়োজিত হয় এলাকাবাসীদের নিয়ে প্রথমে হীরেন্দ্র দেববর্মাকে সভাপতি করে মঞ্চে উপস্থিত ছিলেন কয় জেলার বনদপ্তরের অক্ষয় বুলু বরুদেব ছিলেন তেলিয়ামুড়া বন আধিকারিক সবির কান্তি দাস বিশিষ্ট সমাজসেবী বাপ্পা দেববর্মা এবং স্বপন দেববর্মা মঞ্চে ভাষণ রাখতে গিয়ে অতিথিরা এই পাখির বিষয়ে বিভিন্ন কথা বলেন এলাকার মানুষদের সামনে ছেমিনার কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে উপজাতি এলাকাবাসীদের মধ্যে