প্রতিনিধি শান্তির বাজার: প্রবল বর্ষারফলে শান্তির বাজার মহকুমায় ব্যাপক ক্ষতিহয়েছে। এরইমধ্যে শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ায় পাহারের মাটি ধ্বসে পরে ঘুমের মধ্যে চিরনিদ্রায় আচ্ছিতহলো একই পরিবারে তিনজন। জানাযায় কচ্ছপ ছড়া পাড়ার বসবাসকারি ত্রিসংকর চাকমা অন্যান্যদিনেরন্যায় সোমবার রাত্রিবেলায় উনার পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়েপরে। প্রবল বর্ষায়ফলে মঙ্গলবার ভোর আনুমানিক ৪ ঘটিকায় ত্রিসংকর চাকমার ঘরের মধ্যে পাহারের মাটি ধ্বসেপরে। এতেকরে মাটি চাপাপরে ত্রিংসকর চাকমা উনার সহধর্মীনি রঞ্জনি চাকমা ও উনার ১২ বছরের কন্যাসন্তান মিতা চাকমা চিরনিদ্রায় আচ্ছন্নহয়েপরে। মঙ্গলবার ভোরের আলো দেখতে পেলোনা ত্রিসংকর চাকমা ও উনার পরিবারের লোকজনেরা। জানাযায় দেবীপুর এলাকায় রাস্তা খারাপহবার কারনে প্রসাশনিক লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত হতেপারছেনা। তাই এলাকার লোকজনেরা একত্রিত হয়ে উদ্ধারকাজে হাতবারিয়েদেয়।জানাযায় পরিবারের অপর একরসদস্য এই দুর্ঘটনায় আহত হয়েছে।
62