ধর্মনগর ,
বাড়ির দেবস্থানে থাকা একটি নিম গাছে হঠাৎ করে পবন পুত্র বীর হনুমানের প্রতিচ্ছবি দেখা দেওয়াকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।গাছে থাকা হনুমানের ছবি দেখতে ভিড় জমাচ্ছেন কৌতুহলি জনগন।চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্দ জিপির পেচারঘাট গ্রামে। স্থানীয়রা জানান যে মঙ্গলবার সকালে হঠাৎ করে উক্ত গ্রামের শ্যামাকান্ত বৈদ্যের বাড়িতে থাকা দেবস্থানের বেশকটি গাছের মধ্যে একটি নিম গাছের মধ্যভাগে হনুমানের মুখের আদলের একটি প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়।খবরটি মুহুর্ত্বের মধ্যে রটে গেলে উক্ত বাড়িতে ভিড় জমান কাতারে কাতারে কৌতুহলি জনগন।এদের অনেকে মোবাইল ফোনে ছবি তুলে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।ফলে অনেক ধর্মালুরা এখানে পুজোও দেন।গাছের মধ্যে বিভিন্ন ভাষায় লেখা হরফ প্রতিচ্ছবি ইত্যাদি ফুটে উঠা নতুন বিষয় নয়।তবুও এতে কৌতুহলি জনতার নানা প্রশ্নের অবকাশ থেকে যায়।এনিয়ে করিমগঞ্জ বন বিভাগের এসিএফ দেবজ্যোতি নাথকে প্রশ্ন করলে তিনি জানান যে বিভিন্ন গাছ বিভিন্ন সময়ে নানা কারনে দৈহিক ভাবে ক্ষতিগ্রস্থ হলে তাদের গঠন প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হয়।ফলে গাছের মধ্যে বিভিন্ন প্রতিচ্ছবি ফুটে উঠা স্বাভাবিক।এসব প্রতিচ্ছবি আবার অনেক সময়ে কাকতালিয় ভাবে অনেক মানুষ বা ধর্মের সাথেও মিলে যায়।এই গাছটিতে ছোট সময়ে কেহ লোহার বস্তু দিয়ে আঘাত করে কোন প্রতিমার ছবি একে ছেড়ে দিলেও পরবর্তিতে স্পষ্ট প্রতিচ্ছবি তৈরীও হতে পারে।নতুবা গাছটি নিজ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে ছালের অংশটিতে দেখতে অবিকল হনুমানের প্রতিচ্ছবি তৈরীও হতে পারে।
বাড়ির দেবস্থানে থাকা একটি নিম গাছে হঠাৎ করে পবন পুত্র বীর হনুমানের প্রতিচ্ছবি দেখা দেওয়াকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে
94