প্রতিনিধি কৈলাসহর:-শ্রী শ্রী রাধামুরলীধর সেবাশ্রমের উদ্যোগে এবং বারুনী স্নান যাত্রা কমিটির সহয়তায় প্রতি বছরের ন্যায় এবছরও ১৮তম বারুনিস্নান উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় কৈলাশহরের শ্রীরামপুর রাধামুরলীধর বারুনি ঘাটে। প্রতি বছরের ন্যায় এবারও মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতেই গঙ্গাস্নানের আয়োজন করা হয়েছে।গঙ্গাস্নানের পূর্বে উপস্থিত ভক্তবৃন্দদের নিয়ে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।উক্ত স্নান যাত্রা টি কৈলাশহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রীরামপুর রাধামুরুলিধর বারুনি ঘাটে এসে সমাপ্ত হয়। এরপর ভক্তবৃন্দরা সবাই মনু নদীর জলে স্নান করেন। আজকে সারাদিন শ্রীরামপুর রাধামুরলীধর বারুনী ঘাটে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়,জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার, বিশিষ্ট সমাজসেবী টুকু ধর। প্রতিবছর এই ধারাবাহিকতা
94