Home » খোয়াইতে মোদির বিরুদ্ধে ঝড় তুলতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’

খোয়াইতে মোদির বিরুদ্ধে ঝড় তুলতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’

by admin

০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছে কংগ্রেস।রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩৫০০ কিলোমিটার পদযাত্রা সম্পন্ন করা হবে দেড়শ দিনে। মূল্য বৃদ্ধির সাম্প্রদায়িক সম্প্রীতি গণতন্ত্র রক্ষা এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে বিরোধী নেতা সমাজ কর্মীদের হেনস্থা করার ইস্যুগুলি নিয়ে পদযাত্রা কর্মসূচি। কেন্দ্রের মসনদ থেকে নরেন্দ্র মোদিকে হটাতে ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছে কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে ২০২৩ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে খোয়াইতেও। খোয়াই ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে শনিবার সকাল ৯ টা খোয়াই কংগ্রেস ভবন থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়। ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার পর্বে বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনে জড়ু হয়। কংগ্রেস ভবন থেকে সুসজ্জিত এক বর্ণাঢ্য পদযাত্রা বেড় হয়। এই পদযাত্রার মূল ব্যানারের পেছনেই ছিলেন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপ, কংগ্রেস নেতা তথা প্রাক্তন কর্মচারী নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য, সহ প্রমূখরা। এদিনের এই পদযাত্রাটি হাসপাতাল চৌমুন, মহারাজগঞ্জ বাজার, উত্তর দুর্গানগর, সিঙ্গিছড়া, বারবিল হয়ে জাম্বুরা দিকে যায়।কাঠ ফাটা রৌদ্রের তপ্ত দিনেও পদযাত্রীরা চার ঘন্টায় পরিক্রমা করেন ১৫ কিলোমিটারের মতো পথ।বিভিন্ন পাড়া আর জনপদ ঘুরে আবার পদযাত্রার মিছিল অফিস টিলা, সুভাষপার্ক শহর হয়ে পুনরায় কংগ্রেস ভবনে এসে সমাপ্ত হয়।

You may also like

Leave a Comment