শান্তিরবাজার প্রতিদিন :অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জোলাইবাড়ি নগর শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গে আর.জি কর হাসপাতালে কর্তব্যরত ডাঃ মৌমিতা দেবনাথ বোনের ধর্ষণ এবং হত্যার অতিসত্বর সুবিচারের দাবি জানিয়ে এবং পশ্চিমবঙ্গের মহিলা বিরোধী, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি জোলাই বাড়ি পিলাক টুরিস্ট লজের সামনে থেকে শুরু করে জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড, স্কুল রোড হয়ে জোলাইবাড়ি বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে বাজার বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে শেষ হয় এবং সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশ পুত্তলিকা ফুরায় ছাত্রছাত্রীরা । জোলাই বাড়ি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সেবার্থ বিদ্যার্থী ত্রিপুরা প্রদেশ সংযোজক রাজেশ সাহা, খেলো ভারত ত্রিপুরা প্রদেশ সংযোজক শানাই বৈদ্য, নগর সম্পাদক নয়ন গোপ, জেলা কমিটির সদস্য রুমা সেন সহ পূর্ব জেলা সংযোগক বীর বাহাদুর এিপুরা সহ অন্যান্য কার্যকতাগন বিশাল সংখ্যক ছাত্রী এবং ছাত্ররা উপস্থিত ছিলেন। বিক্ষোভ কর্মসূচি শেষে বাজার সবাই মিলিত হয়ে ছাত্রছাত্রীরা বলেন দোষীদের উপযুক্ত শাস্তি না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের হুমকি দেন ছাত্রছাত্রীরা।
25