ধর্মনগর প্রতিনিধি। প্রতিবছর যেভাবে আজকের দিনে অর্থাৎ রাখি বন্ধনার দিনে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বোনেদের রাখি বন্ধন উৎসব পালিত হয়, এবারও সংবাদ জগতের ভাইদের সাথে বোনদের রাখি বন্ধন উৎসব পালিত হল। 18 আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বোনেরা রাখি বন্ধন উৎসব পালিত করে। রবিবার ছিল উৎসবের প্রথম দিন। সেদিন যারা সাংবাদিকতার সাথে যুক্ত তাদের সাথে বোনেরা রাখি বন্ধন উৎসব পালন করে। রাখি বন্ধনের পর ভাইদের সুস্থ জীবন যাপন করার অঙ্গীকার বদ্ধ হয়ে বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করে। আজ ই বোনদের নিজের হাতে তৈরি বাবার জন্য যে খাদ্যদ্রব্য প্রসাদ হিসেবে দেওয়া হয় তা ভাইদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। আলাদা আলাদা দিনে একদিন রয়েছে আরক্ষা দপ্তরের কর্মীদের সাথে, একদিন রয়েছে জেল কর্মীদের সাথে, একদিন অনাথ আশ্রমের ছেলেমেয়েদের সাথে, একদিন সমাজ সেবার সঙ্গে যুক্ত বিভিন্ন এনজিও সাথে এবং একদিন রয়েছে মহিলা মোর্চা যুব মোর্চার ভাইদের সাথে। তাছাড়া প্রতিদিন সন্ধ্যায় এক মনোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাখি বন্ধন উৎসব পালিত হবে বলে জানান প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধর্মনগর শাখার কর্ণধার মামনি বিএস।
42