Home ভারত গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের বাঙালি ঐক্যবদ্ধ সমাজের সহায়তা

গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের বাঙালি ঐক্যবদ্ধ সমাজের সহায়তা

by admin
0 comment 43 views

প্রতিনিধি,গন্ডাছড়া :- সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে। রবিবার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা বাঙালি ঐক্যবদ্ধ সমাজের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ২ লক্ষ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এদিন ঐক্যবদ্ধ সমাজের এক প্রতিনিধি দল গন্ডাছড়া সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে যান। প্রতিনিধি দলের সদস্যরা একে একে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অস্থায়ী শরণার্থী ক্যাম্পে ছুটে যায়। সেখানে আশ্রিত ক্ষতিগ্রস্ত ১৬৫ পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। ঐক্যবদ্ধ সমাজের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন আমরা আপনাদের ভাই-আত্মীয় পরিজন, আপনারা ভয় পাবেন না, আমরা সর্বদা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের দুঃখে দুঃখী এবং আপনাদের সুখে সুখী। এভাবে প্রায় প্রতিদিনই কোন না কোন সংস্থার উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার পিছু ৯৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। আরো ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কাজ চলছে। উল্লেখ গত ১২ জুলাই ৩০ কার্ড আনন্দমেলায় একটি অপ্রীতিকর ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমা উত্তপ্ত হয়ে উঠে। এদিন রাতেই একদল দুষ্কৃতিকারী মহকুমার বেশ কিছু গ্রামে বাড়িঘর লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ সংগঠিত করে। শুধু তাই নয় একাধিক বাজারে দোকানপাট লুটপাট করে শেষে দোকানে অগ্নিসংযোগ ঘটায়। এ ঘটনার পর এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও প্রশাসনের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বর্তমানে গন্ডাছড়ায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

Related Post

Leave a Comment