43
ধর্মনগর প্রতিনিধি। সকাল থেকে চলছে শনিবার দিন ডাক্তারদের 24 ঘন্টার কর্মবিরতি। এই কর্ম বিরতিতে ধর্মনগরের ইমার্জেন্সি ওয়ার্ড খোলা থাকলেও এবং কাজ চললেও সার্বিক কাজ বন্ধ হয়ে পড়েছে। একরকম ধর্মঘটের রূপ নিয়েছে উত্তর জেলা হাসপাতাল চত্বর। শুনশান হয়ে পড়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। শুধুমাত্র আবশ্যকীয় পরিষেবা গুলি দেওয়া হচ্ছে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে যে কর্তব্যরত মহিলা ডাক্তারের উপর ধর্ষণ ক্রিয়া এবং পরিশেষে তাকে খুন করা হলো তার সুষ্ঠু বিচারের জন্য দেশজুড়ে আজ চলছে ডাক্তারদের 24 ঘন্টার কর্ম বিরতি। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলার উপর এরূপ আচরণ অনুমতি কোন স্বাস্থ্যকর্মী শুধু নয় স্বাভাবিক মানুষ তা মেনে নিতে পারছে না। তাই দেশজুড়ে এর প্রতিবাদ চলছে। চলছে স্বাস্থ্য কর্মীদের ধিক্কার জন্য প্রতিবাদ।