প্রতিনিধি কৈলাসহর:-আজ রাজ্যভিত্তিক ইনটেন্সিফায়েড ইনফরমেশন এডুকেশন এন্ড কমিউনিকেশন ক্যাম্পিং এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে। তারই অঙ্গ হিসাবে ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলাভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এই অনুষ্ঠানের আয়োজক ত্রিপুরা স্টেইট এইডস কন্ট্রোল সোসাইটি,স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার। সহযোগিতায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক এবং ঊনকোটি জেলা জেলা প্রশাসন।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জেলাভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন পুর পরিষদের চেয়ারম্যান চপলা দেবরায়।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এল ডারলং,মহকুমা শাসক প্রদীপ সরকার,জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার,ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার বিদ্যাসাগর দেববর্মা,ডাঃ শঙ্খশুভ্র দেবনাথ এবং ক্রীড়া আধিকারিক অমিত যাদব।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডাঃ শঙ্খশুভ্র দেবনাথ।উক্ত অনুষ্ঠানে অতিথিরা আজকের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।মূলত এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং জনমানষে তার প্রতিরোধ সম্পর্কে অবগত করা তার পাশাপাশি ড্রাগ মুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়েই আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মাঝামাঝি স্কুল পড়ুয়া থেকে শুরু করে আশা কর্মী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং শিল্পীদের মধ্যে এইচআইভি সংক্রান্ত কুইজ পরিবেশিত হয়।আজ সকালেই এইচআইভি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক রেলি আর জি এম হাসপাতালের সামনে থেকে অনুষ্ঠিত হয়েছে।রেলি পরিবেশন করেছে আবহমান সংস্কৃতিক সংস্থা সহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।
53