প্রতিনিধি : সিপাহীজলা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যাদের শংসাপত্র প্রদান করেন জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল। গত ৮ আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট ভোট গণনা সম্পন্ন হয়। এই জেলা পরিষদ বিরোধী শূন্য। সবগুলি আসনেই জয়লাভ করেছে বিজেপি। শুক্রবার বিকালে সিপাহীজলা জেলাশাসকের কনফারেন্স হলে ১৭ জন জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে শংসাপত্র তুলে দেয়া হয়। ১৭ জন সদস্যের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। বাকি দশ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। এরমধ্যে নয় জন রয়েছে মহিলা। মহিলাদের অগ্রাধিকার দিয়েছে বিজেপি। ১৭ জন সদস্য সদস্যারা হলেন সাগরিকা দেববর্মা, সুপ্রিয়া দাস দত্ত, গৌরাঙ্গ ভৌমিক, রুকেয়া বেগম, সুমিত্রা দাস, রাজকুমার দেবনাথ, সীমা ভৌমিক, জহরলাল ঘোষ, মিনাক্ষি দাস, বেলা দেবনাথ, বিশ্বজিৎ দাস, পুষ্প ভৌমিক, বাবুল চন্দ্র দাস, পিন্টু আইচ, মিলানের নেছা, প্রসেনজিৎ ঘোষ, সঞ্জয় সরকার। বিজয়ী সদস্য ও সদস্যারা প্রত্যেকে শাসক দল বিজেপির। বিজয়ের শংসাপত্র হাতে পেয়ে প্রত্যেক সদস্য সদস্যারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বলেন যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকে বিপুল ভোটে জয়লাভ করেছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের গৃহীত প্রকল্পগুলি বাস্তবায়নে সবাই মিলেমিশে কাজ করবে।
53
previous post