Home ত্রিপুরা আদালতের নির্দেশে তালামুক্ত সিপাহীজলা এ ডি এম এর অফিস

আদালতের নির্দেশে তালামুক্ত সিপাহীজলা এ ডি এম এর অফিস

by admin
0 comment 47 views
  • প্রতিনিধি, বিশালগড় ।। অবশেষে তালামুক্ত হলো সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের অফিস।
    উচ্চ আদালতের নির্দেশে শুক্রবার খুলে দেওয়া হলো সিপাহীজলা জেলাশাসক অফিসের এ ডি এম এর অফিস কক্ষ। অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড এর দায়ের করা জমি সংক্রান্ত একটি মামলায় বিশালগড় এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জর্জ অর্থাৎ এল এ জর্জের রায়ে ১২ আগস্ট সিপাহীজলা জেলা শাসক অফিসের এল এ কালেক্টর অর্থাৎ এ ডি এম এর চেয়ার এবং অফিস সিল করে দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে রায়ের উপর স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত । উচ্চ আদালতের স্থগিতাদেশ অর্ডার পেয়ে বিশালগড় এ ডি জে এন্ড ডিস্ট্রিক্ট সেশন কোর্টের বেইলিফ জয়দেব রায় এবং সুকান্ত দেবনাথ সহ আদালতের লোকজন গিয়ে শুক্রবার বেলা বারোটায় সিপাহীজলা জেলার এল এ কালেক্টর এর অফিস কক্ষ এবং চেয়ারের তালা খুলে দেয়া হয় । চারদিন অফিসকক্ষ তালাবদ্ধ ছিল।

Related Post

Leave a Comment