Home রাজনীতি উত্তর জেলা মহিলা মোর্চা ধিক্কার মিছিল নিয়ে ধর্মনগরে

উত্তর জেলা মহিলা মোর্চা ধিক্কার মিছিল নিয়ে ধর্মনগরে

by admin
0 comment 54 views

ধর্মনগর প্রতিনিধি।
উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার উদ্যোগে পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় পরিধান করে মোমবাতি মিছিল সংগঠিত হয়।
এই মিছিলে নেতৃত্ব দেন উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস, মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা নির্জলা দাস, প্রদেশ মহিলা মোর্চার সম্পাদিকা লিপিকা বরুয়া, নবনীতা আচার্য, প্রতিভা দেববর্মা, মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রীগণ অঞ্জনা চক্রবর্তী, অপর্ণা নাথ, অম্পি বরুয়া, বাসনা দাস পুরকায়স্থ সহ নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিগণ।
জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী বলেন যে একজন চিকিৎসক জীবন দান করেন সেখানে মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় উনার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে যেখানে কি না একজন মুখ্যমন্ত্রী মহিলা। যে পশ্চিমবঙ্গ মহীয়সী মহিলাদের কীর্তিগাঁথাতে উজ্জ্বল ইতিহাস ছিল আজ সেই পশ্চিমবঙ্গে একটি মেয়ে নিরাপদ নয়। অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের জন্য আওয়াজ ওঠে। বিভিন্ন জায়গার মেয়ে এবং হীরারা এই ধিক্কার মিছিলে যোগদান করেন। মূলত মোমবাতি নিয়ে মৌন মিছিল ছিল এই প্রতিবাদের ধিক্কার।।

Related Post

Leave a Comment