Home ত্রিপুরা চায়ের দোকানে চুরি

চায়ের দোকানে চুরি

by admin
0 comment 119 views

প্রতিনিধি মোহনপুর:- বামুটিয়ার তেবাড়িয়া এলাকায় এক চা বিক্রেতার দোকানে হানা দিলো চুরের দল। দোকানের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ সমেত বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ করেন দোকান মালিক মালতি সরকার। সোমবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিকভাবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক। তিনি আরো জানান ইতিপূর্বেওনার দোকানে বেশ কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই বিষয়ে এয়ারপোর্ট থানাতে অভিযোগ করা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গেছে। বাবুটিয়া ব্লকের সামনে এই চুরি কান্ডকে কেন্দ্র করে আতঙ্কিত ব্যবসায়ী সমেত স্হানিয়রা। দোকান মালিকের দাবি ওনার দোকানে এই চুরি কান্ডের সাথে যারাই জড়িত রয়েছে তাঁদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

Related Post

Leave a Comment