শান্তিরবাজার প্রতিনিধি :তিপ্রা ল্যান্ডের দাবিকে আরো জোরদার করতে আইপিএফটি জোলাই বাড়ি ডিভিশনাল কমিটির উদ্যোগে কোয়াই ফাং বাজারে প্রচার মিছিল এবং যোগদান সভা সংগঠিত করেন । এই প্রচার মিছিল কোয়াই ফাং আইপিএফটি কার্যালয় সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে কোয়াই ফাং বাজারে এক যোগদান সভায় মিলিত হয়। এই যোগদান সভায় বীরেন্দ্রনগর এডিসি ভিলেজ থেকে সি .পি.এম, কংগ্রেস এবং তিপ্রা মথা্ দল ত্যাগ করে জোলাই বাড়ি আইপিএফটি ডিভিশনাল কমিটিতে ৪৯ পরিবারের ১৩৮ ভোটার যোগ দেন।আইপিএফটির আজকের এই প্রচার মিছিল এবং যোগদান সভার উপস্থিত ছিলেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজেন্দ্র রিয়াং, আইপিএফটি সেন্ট্রাল কমিটির এ.জি.এস জিতিরাম ত্রিপুরা, আইপিএফটি সেন্ট্রাল কমিটির মেম্বার হরিনাথ ত্রিপুর, আইপিএফটি জোলাই বাড়ি ডিভিশনাল কমিটির সভাপতি রাধা মোহন ত্রিপুরা , আইপিএফটি জোলাই বাড়ি ডিভিশন কমিটির সেক্রেটারি শম্ভু রাম ত্রিপুরা সহ অন্যান্যরা । বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন চক্রান্ত করে বিভ্রান্ত করে আর আইপিএফটিকে রোখা যাবেনা। বিভ্রান্ত হয়ে যারা আইপিপি ছেড়ে চলে গেছেন তারা আজ ফিরছেন আবার নিজের দলে। আস্থা রয়েছে সকলের আইপিএফটি দলের উপরে। বক্তারা আরো বলেন আলোচনা করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জনজাতিদের আরো বেশি মান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
60