50
- প্রতিনিধি,গন্ডাছড়া :- সম্প্রতি কালে বাংলাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন চালানোর প্রতিবাদে গোটা দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। ত্রিপুরাতেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে। গন্ডাছড়ায় কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় এবং বুকে কালো ব্যাজ ধারণ করে বাংলাদেশের সাংবাদিকদের উপর এই জঘন্যতম ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। গন্ডাছড়া থানার সামনে এ উপলক্ষে এক মৌন বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। উল্লেখ্য বাংলাদেশে ছাত্র-যুব আন্দোলনের নামে অস্থিরতা কায়েম হয়, দেখা দেয় অরাজকতা। এই পরিস্থিতিতে সেখানকার পাঁচজন সাংবাদিককে নিহত হতে হয়। বহু সাংবাদিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে এদিন সারা দেশের সাথে ত্রিপুরাতেও প্রতিবাদে সামিল হন সাংবাদিকরা।