স্বাধীনতাদিবস হচ্ছে প্রত্যেক ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধের ভাবনা জাগ্রত করা এবং যারা দেশের জন্য আত্ম বলিদান দিয়েছেন তাদেরকে স্মরণ করা। আজ আমরা ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির চিন্তা চেতনায় আজ আমারা উদ্বুদ্ধ। উনার চিন্তা চেতনাকে পাথেয় করে সমগ্র দেশবাসী দেশাত্মবোধে জাগ্রত হচ্ছে। তাই বিগত কয়েক বছর ধরে আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করে যাচ্ছি। বুধবার খোয়াই রামচন্দ্র ঘাটে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এক র্যালির আয়োজন করা হয়। রামচন্দ্রঘাট চৌমুহনী থেকে রেলিটি বটতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অব্দি পৌঁছায়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকীদাস চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, জেলাশাসক চাঁদনী চন্দ্রন এবং জেলার পুলিশ সুপার রমেশ যাদব সহ অন্যান্য অতিথিবৃন্দ। রেলি শেষে বটতলী বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় এক সভা। সভায় প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন,যারা দেশের স্বাধীনতার জন্য আত্ম বলিদান দিয়েছেন তাদের ভুলে গেলে চলবে না। তাদেরকে স্মরণে রাখতে হবে। ৭৫ সীমান্ত গ্রাম শহীদদের নাম। যারা অখন্ড ভারত গড়তে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। তিন দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের প্রতি সম্মান জানাতে হবে। তিনি বলেন আজ ভারত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারোর নেই। দেশের অগ্রগতির পাশাপাশি রাজ্যও উন্নয়নের নিরিখে এগিয়ে যাচ্ছে। পূর্বে রাজ্যবাসীকে চিকিৎসার জন্য বহি: রাজ্যে যেতে হতো। এখন সব ধরনের চিকিৎসা পরিষেবা উপলব্ধ রয়েছে রাজ্যে। সুপার স্পেশালিটি ব্লক খোলা হয়েছে। রাজ্যে এখন কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। তার জন্য রাজ্যবাসীকে বহি: রাজ্যে যেতে হয় না। যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। রাজ্যে আরও চারটি ন্যাশনাল হাইওয়ে নির্মাণ করা হবে। দেশকে যেমন ভালবাসতে হবে তেমন মানুষকেও ভালবাসতে হবে। সবকা সাথ সবকা বিকাশ সেই চিন্তাধারা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
61