ধর্মনগর প্রতিনিধি। ১৪ এবং ১৫ জুন ধর্মনগরের সার্কিট হাউসে মহিলা কমিশনের কাউন্সিলিং শুরু হয়েছে। এই কাউন্সেলিং এ উপস্থিত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা, রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী, মহিলা কমিশন বোর্ডের সদস্য রত্না দেবনাথ কর, নমিতা দেববর্মা এবং অনিতা দাস সহ বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের জন্য সকাল 11 টা থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা সেখানে কাউন্সিলিং শুরু হয় সকাল সাড়ে ১১ টায়। বেলা দুইটা পর্যন্ত সাত আটটি কাউন্সিলিং হয়ে গেছে এবং বাইরে আরো পাঁচটি কেস রয়েছে। বিকাল চারটা পর্যন্ত এই কাউন্সিলিং অনুষ্ঠিত হবে। আগামীকাল অর্থাৎ ১৫ জুন পনেরো বিশটি কাউন্সেলিং এর কেস রয়েছে। মানুষ দলে দলে এই কাউন্সিলিং এর অনুষ্ঠানে যোগদান করছে। ঝরনা দেববর্মা জানান ত্রিপুরা রাজ্যের আনাচে-কানাচে মহিলাদের অনেক সমস্যা রয়েছে এগুলি নিরসনে মহিলা কমিশন এগিয়ে এসেছে। শুধুমাত্র রাজ্যে আগরতলাতে একটি অফিস রয়েছে মহিলা কমিশনের এই অফিসের মাধ্যমে সারা রাজ্যের কাউন্সিলিং করা সম্ভব নয়। তাই কয়েকদিন আগে দক্ষিণ জেলাতে কাউন্সিলিংয়ের অনুষ্ঠান হয়ে গেছে এখন চলছে উত্তর জেলাতে। তিনি মহিলা কমিশনের দায়িত্বভার গ্রহণ করার পর দেখতে পেয়েছেন রাজ্যে অনেক মহিলা রয়েছে যাদের সমস্যা সমাধানের জন্য মহিলা কমিশনের একান্ত দরকার। এই ভাবনা থেকে মানুষের বিশেষ করে মহিলাদের সমস্যা নিরসনে এই ভাবে রাজ্যের আনাচে-কানাচে কাউন্সেলিং চলছে। আগামীকাল উত্তর জেলার পানিসাগর মহকুমায় একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হওয়ার সুবাদে তিনি সেখানে যোগদান করবেন। সে অনুষ্ঠানে 400 থেকে 5 00 মহিলাকে এবং ছাত্রীদের আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মহিলা সংক্রান্তকে যেভাবে বৃদ্ধি পাচ্ছে কাউন্সিলিংই পারে তাদের সমস্যা সমাধান করতে। তাছাড়া নেশা বিরোধী অভিযানে মহিলাদের যোগদান বিশেষ অগ্রাধিকার হিসেবে গণ্য করা হয়েছে এবং আগামীকালকের পানি সাগরের অনুষ্ঠানে নেশা বিরোধী অভিযান নিয়ম আলোচনা করা হবে।
68