
প্রতিনিধি, বিশালগড়, ১২ এপ্রিল।। কমলাসাগরের চাম্পাকাঞ্চন সমবায় সমিতি এলাকার কৃষিজীবী অংশের মানুষের কল্যাণে দারুণভাবে কাজ করছে। এক সময় এই সমিতি লোকসানে চলছিল। কিন্তু ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর লাভের মুখ দেখে চাম্পা কাঞ্চন সমবায় সমিতি। গ্রামীণ অর্থনৈতিক বিকাশে চাম্পাকাঞ্চন সমবায় সমিতির কাজে সন্তুষ্ট হয়ে নাবার্ড সহ বিভিন্ন ব্যাংক সমিতির পাশে দাঁড়ায়। ইতিমধ্যেই সমিতির সদস্য কৃষিজীবী অংশের মানুষদের মধ্যে স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়েছে। এই ঝণগ্রহিতাদের নিয়ে এক সচেতনতা অনুষ্ঠিত হয় সমিতির হলঘরে। শিবিরে উপস্থিত ছিলেন চাম্পাকাঞ্চন সমবায় সমিতির চেয়ারম্যান গৌরাঙ্গ ভৌমিক, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ স্টেট কো-অপারেটিভ ব্যাংকের প্রতিনিধিরা। মূলত যারা ঋণ নিয়েছেন তারা যাতে ঋণের টাকার সদ্ব্যবহার করে বাড়তি রোজগার করতে পারে এবং ঝণ পরিশোধ করতে পারে তার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় এই শিবিরে। সমবায় সমিতির চেয়ারম্যান গৌরাঙ্গ ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন ঝণ পরিশোধ করার মানসিকতা থাকতে হবে। সময় মতো ঋণ পরিশোধ করলে পরবর্তী সময়ে আবার ঋণ প্রদান করা হবে। কৃষিকাজ পশুপালন করে পারিবারিক আয় বৃদ্ধি করা সম্ভব। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির বিকাশে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু রোজগারের মানসিকতা প্রয়োজন। বাকি সব ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করেছে সরকার। ইতিমধ্যেই ত্রিপুরা গ্রামীণ জীবীকা মিশনের মাধ্যমে মহিলাদের হাতে রোজগার দেওয়া হয়েছে। রাজ্যের সমবায় সমিতি গুলি সঠিকভাবে কাজ করলে রোজগার বাড়বে। এই চাম্পা কাঞ্চন সমবায় সমিতি সুনামের সঙ্গে কাজ করছে বিগত কয়েক বছর ধরে।