প্রতিনিধি, উদয়পুর :- ত্রিবর্ন রঞ্জিত জাতীয় পতাকা আমাদের গৌরব, আমাদের স্বাভিমান, তিরঙ্গা আমাদের পরিচয়, আমাদের সম্মান, দেশপ্রেম এবং স্বাধীনতার প্রতীক! দেশপ্রেম তথা জাতীয়তাবোধকে জনমানসে উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে আগামী ১৩-১৫ই আগস্ট নিজ নিজ বাড়িতে, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে স্ব-উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যমাত্রা নিয়ে সোমবার রাধাকিশোরপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত উদয়পুরের রাজপথ কাঁপিয়ে সুবিশাল বাইক র্যালিতে ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় , যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব , বিধায়ক অভিষেক দেবরায় যুব মোর্চার গোমতী জেলা সভাপতি সুকান্ত সাহা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ । এদিন বাইক মিছিলটি রমেশ চৌহমুনি থেকে বের হয়ে উদয়পুর শহরের বিভিন্ন সড়ক পথ পরিক্রমা করে । এই মিছিল থেকে আহ্বান জানানো হয় প্রত্যেকে যেন জাতীয় পতাকা উত্তোলন করে আগামী তিন দিন । বাইক মিছিল দেখার জন্য শহরের রাস্তার দুই ধারে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সাধারণ জনগণের মধ্যে ।
41