Home ত্রিপুরা উদয়পুরে বিপদজনক দালান বাড়ি থেকে সরিয়ে নেওয়া হলো পৌর পরিষদকে

উদয়পুরে বিপদজনক দালান বাড়ি থেকে সরিয়ে নেওয়া হলো পৌর পরিষদকে

by admin
0 comment 44 views

প্রতিনিধি , উদয়পুর :- মহা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে উদয়পুর পৌর পরিষদের ত্রিতল বিশিষ্ট দালান বাড়ি । যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে গোটা অফিসের বিভিন্ন কক্ষ গুলি । দীর্ঘ বহু বছরের পুরনো এই দালান বাড়িটি উদয়পুর পৌর পরিষদ দিনের পর দিন নীচের দিকে তলিয়ে যাচ্ছে । বেশ কিছু অফিসের কক্ষে ছাদের কার্নিশ থেকে শুরু সিমেন্টের প্লাস্টার খসে পড়ছে কর্মচারীদের ওপর । এক বিপদজনক অবস্থায় প্রতিদিন অফিস করতে হচ্ছে কর্মচারী থেকে শুরু করে পৌর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে ।‌ সেই সাথে জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছে অন্যান্য পৌর কর্মচারীরাও ।‌ এই ঘটনা নিয়ে পৌর পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেন পৌর কর্মচারীরা। সোমবার দুপুরে পৌর পরিষদের এই সমস্যা নিয়ে জানানো হয় রাজ্যের অর্থমন্ত্রী কে। অর্থমন্ত্রী এই ঘটনা সম্পূর্ণ বিস্তারিত শুনেন পৌর চেয়ারম্যান থেকে । তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে অর্থমন্ত্রী সোজা চলে আসেন উদয়পুর পৌর পরিষদের । সাথে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় , উদয়পুর মহকুমা শাসক থেকে শুরু করে বিভিন্ন পৌর এলাকার ওয়ার্ড কমিশনাররা ।‌ দীর্ঘ এক ঘন্টার বৈঠক হয় পুর চেয়ারম্যানের কক্ষে । অর্থমন্ত্রীর সহ বিধায়ক ঘুরে দেখেন গোটা পৌর পরিষদের দালাল বাড়িটি । পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , পুর পরিষদের বিপজ্জনক অবস্থা দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন বছরের জন্য উদয়পুর শপিং কমপ্লেক্সের তিনতলায় উদয়পুর পৌর পরিষদের সমস্ত কক্ষ স্থানান্তরিত করা হবে। একই সাথে শপিং কমপ্লেক্সের তিন তলা থেকেই আপাতত পৌর পরিষদের সমস্ত অফিসিয়াল কাজ করা হবে বলে তিনি জানান। আগামী দু মাসের মধ্যেই নতুন ভাবে টাউন হল নির্মাণের কাজ শুরু হবে। সেই সাথে উদয়পুর পুর পরিষদের নতুন দালান বাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে । অর্থমন্ত্রী আরও জানান , ইতিমধ্যেই নতুন কাজের টেন্ডার করা হয়েছে । যেভাবে পৌর কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গিয়েছে এই অফিসে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি । অর্থমন্ত্রীর উপস্থিতিতেই অফিস নতুনভাবে স্থানান্তরিত করার কাজ শুরু করে পৌর কর্মচারীরা। বর্তমানে গোটা অফিসের কাজকর্ম চলবে উদয়পুর পৌর পরিষদের শপিং কমপ্লেক্সের ত্রিতল ভবন থেকে ।

Related Post

Leave a Comment