Home রাজনীতি মোহনপুরে জামানত জব্দ বাম কংগ্রেসের এক ছত্র জয় বিজেপির

মোহনপুরে জামানত জব্দ বাম কংগ্রেসের এক ছত্র জয় বিজেপির

by admin
0 comment 56 views

 প্রতিনিধি মোহনপুর:- ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলকে ঘিরে বাম কংগ্রেস মিলে বিজেপির বিরুদ্ধে অভিযোগের উপর অভিযোগ করে জামানত জব্দ হয়ে ফলাফল নিয়ে বাড়িতে ফিরল সোমবার। মোহনপুর এবং বামুটে ব্লকের অধীন জেলা পরিষদের মোট ৭ টি আসনে এবং পঞ্চায়েতের মোট ১৪ টি আসনে জয় নিশ্চিত করল বিজেপি।
বামুটিয়া ব্লকের অন্তর্গত মোট চারটি জেলা পরিষদের আসন রয়েছে। এরমধ্যে ১ নং আসনের প্রার্থী খুশবু দেববর্মা (মহলানবীশ)বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছেন। ২ নং আসনের বিজেপি প্রার্থী শিলা দাস সেন মোট ভোট পেয়েছেন ৭৪৭৭টি। ৩ নং আসনে বিজেপি প্রার্থী বিষ্ণুধন দাস ভোট পেয়েছেন ৬৮৫৫ টি।অন্যদিকে ৪ নং আসনের বিজেপি প্রার্থী বলাই গোস্বামী মোট প্রাপ্ত ভোট ৭৬৪৩ টি ভোট। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৫ নং আসনে বিজেপির মিষ্টু সরকার মোট ভোট পেয়েছেন ৮৭৩২ টি। তার পার্শ্ববর্তী কেন্দ্র ৬ নং আসনের বিজেপি প্রার্থী নিয়তি ভৌমিকের মোট প্রাপ্ত ভোট ১০৪৮২। একই ধারা বজায় রেখে ৭ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী জয় লাল দাস মোট ভোট পেয়েছেন ৮৯৪৬ টি ভোট। উল্লেখ্য বাবুটিয়া এবং মোহনপুর ব্লক এলাকার মধ্যে মোট সাতটি আসনে সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থীর মোট প্রাপ্ত ভোট সংখ্যা বিজেপির কোনো একক প্রার্থীর ভোট সংখ্যা থেকে বেশি হতে পারেনি। অন্যদিকে বামুটিয়া ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতের ২ আসন এবং মোহনপুর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতের মোট ১২ টি আসনে তিপ্রামথার সাথে লড়াই হয়েছিল বিজেপির। সবকটি আসনেই ধারা অব্যাহত রেখেছে বিজিপি। দলের এই ফলাফলকে কেন্দ্র করে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস, মনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। মন্ত্রী আহ্বান করেন এই জয়ের মাধ্যমে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে কাজ করবে সমস্ত জনপ্রতিনিধিরা।

Related Post

Leave a Comment