প্রতিনিধি, উদয়পুর :-
বিপুল ক্ষমতায় নিয়ে দ্বিতীয়বারের জন্য ত্রিপুরায় সরকার গড়েছে বিজেপি – আইপিএফটি জোট সরকার । গত ২রা মার্চ রাজ্যে প্রত্যাবর্তন ঘটে বিজেপি সরকারের । ৩৩ আসন নিয়ে ক্ষমতায় ফিরে জোট। শুক্রবার রাজ্যের মন্ত্রিসভা গঠন করা হয় । নিয়ে আসা হয় বহু নতুন মুখ । এরমধ্যে সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ২০১৮ সাল থেকে ২০২৩ গত পাঁচ বছরে প্রণজিৎ এর হাতে ছিল কৃষি , পরিবহন ও পর্যটন । খুবই সুনামের সাথে এই তিন দপ্তর সামলেছেন তিনি । বিগত দিনে কৃষি মন্ত্রী হিসেবে রাজ্যে নিয়ে এসেছে পুরস্কার । পরিবহন ক্ষেত্রেও এনেছে আমূল পরিবর্তন । এছাড়া পর্যটন ক্ষেত্রে নিজ বিধানসভা কেন্দ্র তথা ৩১ রাধাকিশোরপুর নিজ বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রাজন্য আমলের দিঘী সংস্কারে হাত বাড়িয়েছেন তিনি । ইতিমধ্যেই গত পাঁচ বছর ধরে উদয়পুর জগন্নাথ দিঘী সংস্কারের কাজ চলছে । সাজিয়ে তোলা হচ্ছে গোটা দিঘিকে । আর বর্তমানে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে এবার নতুন দায়িত্ব পেয়েছেন প্রণজিৎ সিংহ রায়। তাকে আবার নতুন করে দেওয়া হয়েছে রাজ্যের অর্থ দপ্তর থেকে শুরু করে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য । অর্থমন্ত্রী হিসেবে প্রণজিৎ সিংহ রায়ের নাম উঠে আসতেই রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় । এদিন চকচকে এক জীপ গাড়ির মধ্যে ফুলের আবরণে সাজিয়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানানো হয় নিজ বিধানসভা কেন্দ্রে উদয়পুরে । বাইক মিছিলের মধ্য দিয়ে গোটা উদয়পুর শহর পরিক্রমা করেন তিনি । কর্মীদের মুখে দলীয় শ্লোগান আর অর্থমন্ত্রীকে স্বাগত জানানোর কর্মব্যস্ততায় দেখা গিয়েছে গোটা উদয়পুর জুড়ে । এই দিন উদয়পুর শহরের নানা প্রান্তে সড়কের দু’পাশে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মীরা স্বাগত জানান এই দিন ত্রিপুরার নতুন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কে । সাথে উপস্থিত ছিলেন ৩২ মাতা বাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, ৩১ আরকেপুর মন্ডলের সভাপতি প্রবীর দাস ও উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমূখ ।