
প্রতিনিধি,গন্ডাছড়া ১১ ফেব্রুয়ারি:- বিএসএফের হাতে আটক বাংলাদেশি এক যুবক। ঘটনা শনিবার ভারত বাংলা সীমান্তবর্তী জেসি পাড়া। ঘটনার বিবরণে জানা যায় এদিন গন্ডাছড়া থানার অন্তর্গত ভারত বাংলা সীমান্ত জেসি পাড়া দিয়ে মনিরুল হোসেন নামের ৩৫ বছরের এক যুবক ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে। এই সময় সীমান্তরক্ষী ১৯২ ব্যাটেলিয়ান এর জওয়ানরা তাকে আটক করে। জানা যায় তার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ। পরবর্তীতে বিএসএফের কর্মীরা তাকে গন্ডাছড়া থানার পুলিশ হাতে তুলে দেয়। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। ভোটের মুখে বাংলাদেশী যুবক কি কারণে পাহাড়ি সীমান্ত ডিঙিয়ে ভারতে অনুপ্রবেশ করতে চাইছিল তাহা কারোর বোধগম্য হচ্ছে না। তবে পুলিশ এবং বিএসএফের গোয়েন্দা শাখার কর্মীরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য প্রত্যেকটি নির্বাচনের প্রাক মুহূর্তে সন্ত্রাস সৃষ্টি করার লক্ষ্যেই বাংলাদেশিদের আনাগোনা লক্ষ্য করা যায়। হয়তোবা তারই উদ্দেশ্যে সে অনুপ্রবেশ করার চেষ্টা করে। যাই হোক পুলিশের তদন্তে আসল কাহিনী বেরিয়ে আসবে এমনটাই ধারণা সাধারণ মানুষের।