প্রতিনিধি, বিশালগড়, ১১ আগস্ট।। বাংলাদেশে আক্রান্ত সাংবাদিক এবং সংবাদমাধ্যম।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের দ্বারা বাংলাদেশের এখন পর্যন্ত পাঁচজন সাংবাদিক কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং প্রায় শতাধিক সাংবাদিককে আক্রমণ তাদের বাড়ি ঘরে লুটপাট অগ্নিসংযোগ এবং সংবাদ ভবনে প্রকাশ্যে লুটপাটের পর অগ্নি সংযোগ করা হয়। এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধিক্কার ও নিন্দার ঝড় উঠে। নির্বিচারে সাংবাদিকদের হত্যা ও আক্রমণের প্রতিবাদে রবিবার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল এবং ধিক্কার সভার আয়োজন করে। এদিন বিকাল চারটায় বিশালগড় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে এবং বুকে কালো বেজ পরিধান করে বিশালগড় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশালগড় প্রেস ক্লাবের সামনে এসে ধিক্কার সভায় মিলিত হয়। এদিনের মৌন মিছিলে অংশ নেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ,সম্পাদক তাজুল ইসলাম,সহ-সভাপতি সমির ভৌমিক, মান্নান হক এবং সহ সম্পাদক জীবন সাহা, খোকন ঘোষ, কোষাধক্ষ্য হারাধন দেবনাথ , কার্যকরী কমিটির সদস্য গৌতম ঘোষ, কিশোর দেবনাথ, অজয় পাল, সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায় প্রমুখ । সভাপতি ভবতোষ ঘোষ বলেন, সাংবাদিক হত্যার মতো নিকৃষ্টতম ঘটনা ঘটছে বাংলাদেশে । ৫ আগস্টের পর আক্রমণের মাত্রা বেড়েছে। সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বর্তমান তত্বাবধায়ক সরকারের নিকট দাবি জানান তিনি। সম্পাদক তাজুল ইসলাম ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান ।
66