Home ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা কে কেন্দ্র করে খোয়াইতে আটোশাটো নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা কে কেন্দ্র করে খোয়াইতে আটোশাটো নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।

by admin
0 comment 67 views

আগামীকাল ১২ ই অগাস্ট রাজ্য ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এই ফলাফল ঘোষণা কে কেন্দ্র করে খোয়াই আর ডি ব্লকে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রিটার্নিং অফিসার তথা খোয়াই আর ডি ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ দাস জানান। আগামীকাল সকাল ৮ টা থেকে খোয়াই আরডি ব্লকের অন্তর্গত সর্বমোট ৪৩ টি আসনে অর্থাৎ এর মধ্যে পঞ্চায়েত সমিতির ১১ টি আসন ও জিলা পরিষদের ৬ টি আসন ও বাকি পঞ্চায়েত এর আসন গুলিতে ভোট গণনা অনুষ্ঠিত হবে। সর্বমোট ১৭ টি টেবিলে ভোট গণনা অনুষ্ঠিত হবে তার মধ্যে একটি আরো টেবিল থাকবে । তাছাড়া ভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে সংগঠিত করার লক্ষ্যে ত্রি স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হবে বলে জানান তিনি ‌। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দল গুলিকে তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান করার জন্যেও আলাদা করে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার রুখতে প্রশাসনের তরফ থেকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Related Post

Leave a Comment