63
- উদয়পুর :- গত ৭ই আগস্ট মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত ভোটের আগের দিন রাতে বিরোধীরা জয়ন্তীবাজার এলাকায় গ্রামের পরিবেশ উত্তপ্ত করে তোলে । এর ফলে মুহূর্তের মধ্যে পরিবেশ সেদিন রাত দশটা নাগাদ ব্যাপক উত্তপ্ত ধারণ করে । এই ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই বিজেপি কর্মীরা এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য ময়দানে নামে । কিন্তু তখন হঠাৎ করে জয়ন্তী বাজার এলাকায় ব্যাপক মারধর ও মারপিট শুরু হয় শাসকের কর্মীদের ওপর। এরমধ্যে এক বিজেপি কর্মীকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে আক্রমণ চালায় রাতের অন্ধকারে একদল যুবক । ভেঙে ফেলা হয় তার বাঁ হাত । ছিনতাই করা হয় গলায় থাকা একটি দেড়ভরী ওজনের স্বর্ণের হার । অপরদিকে দক্ষিণ মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মদন বৈদ্য কে এই মারপিটের ঘটনায় জড়িয়ে দেয় বিরোধীরা। তার তীব্র প্রতিবাদ জানিয়ে ১০ ই আগস্ট শনিবার দুপুরে জয়ন্তী বাজারে বিজেপি দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানান গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মদন বৈদ্য । তিনি বলেন সেদিন রাতে যে ঘটনা ঘটে গিয়েছে জয়ন্তী বাজারে সেই ঘটনার সাথে তিনি কখনোই কোনোভাবেই জড়িত নন । তাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা সাজানো হয়েছে এবং তার নাম সামনে নিয়ে আসা হয়েছে । তিনি জানান ভারতীয় জনতা পার্টির যেসকল কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এই ঘটনায় চারজনের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে লিখিতভাবে । সবমিলিয়ে এক প্রকার চাপা ক্ষোভ বিরাজ করছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে ।