প্রতিনিধি আগরতলা : লেফুঙ্গা থানার অন্তর্গত ফটিকছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হলো নিরাপত্তা কর্মীরা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে স্বপ্না দেবনাথ নামে এক নেশা কারবার একে। ডিআরআই এবং আসাম রাইফেলস যৌথভাবে এই অভিযান চালায়। প্রায় ১৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে খবর।
লেফুঙ্গা থানার অন্তর্গত ফটিকছড়া এলাকার চিরঞ্জিত দেবনাথ দীর্ঘদিন যাবত অবৈধ নেশা বাণিজ্যের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তার বাড়ি থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকার নেশা সামগ্রী বিক্রি এবং পাচার হচ্ছে। তার বাবা সুবোধ দেবনাথ নিজেও এই অবৈধ নেশা-বানিজ্যের সাথে জড়িত রয়েছেন বলে খবর। যদিও নিরাপত্তা কর্মীরা অভিযান চালানোর সময় চিরঞ্জিত দেবনাথের মা স্বপ্না দেবনাথকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাবা এবং ছেলে এখনো পলাতক। জানা গেছে উদ্ধার হওয়া নেশা সামগ্রী গুলোর মালিকানা আরো একাধিক নেশা কারবারি যুক্ত রয়েছে। এদের বাড়ি সিধাই থানার মোহনপুর এবং গোপালনগর এলাকায়। এর মধ্যে একজন ভেকধারি সাংবাদিক। ইতিপূর্বে এই ভেকধারী সাংবাদিক পিস্তল দিয়ে গুলি করার দায়ে গ্রেপ্তার হয়েছিল। এখন যাবিনে রয়েছে সে। বর্তমানে নেশা বাণিজ্যের অন্যতম মুখিয়া হয়ে উঠেছে মোহনপুর এলাকায়। শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের দাবি এই নেশা-বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ করার জন্য সমস্ত নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাক পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী গুলো।
55
previous post