Home » প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত উদয়পুর

প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত উদয়পুর

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ই ফেব্রুয়ারি । ৬০ আসনে বিধানসভা নির্বাচন হবে ত্রিপুরায় । ইতিমধ্যেই শাসক দল বিজেপি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার অভিযান শুরু করে দিয়েছে । এবার দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের প্রচার করার জন্য ১১ই ফেব্রুয়ারি ত্রিপুরায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুরে উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে ভারতীয় জনতা পার্টির এক প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর সকলকে কেন্দ্র করে জনসভার প্রস্তুতি চলছে দলীয়ভাবে জোড়কদমে । শুক্রবার দুপুরে জনসভার মাঠ পরিদর্শন করেন গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা ও বিজেপি নেতা প্রশান্ত পোদ্দার । এদিন গোটা মাঠ পরিদর্শন করেন নেতৃত্বরা। একই সাথে বালিকা বিদ্যালয়ের ময়দানে ফ্ল্যাগ ফেস্টুন ও প্রধানমন্ত্রীর কার্টুন দিয়ে সাজানো হয়েছে গোটা মাঠকে । একই সাথে জেলা পুলিশের পক্ষ থেকেও জোরদার নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে । ইতিমধ্যেই নামানো হয়েছে ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেল এবং কেন্দ্রীয় বাহিনী সহ বড় মাত্রায় পুলিশবাহিনী নামানো হয়েছে গোটা মাঠজুড়ে । প্রধানমন্ত্রী প্রকাশ্য জনসমাবেশে কি বক্তব্য রাখেন রাজ্যবাসীর উদ্দেশ্যে সে দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য সহ রাজনৈতিক মহল । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই সফরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রীর উদয়পুর সফরকে কেন্দ্র করে ।

You may also like

Leave a Comment