Home ত্রিপুরা দুঃসাহসিক চুরি কৈলাসহরে

দুঃসাহসিক চুরি কৈলাসহরে

by admin
0 comment 75 views

 প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর স্বরূপানন্দ সরণি বৌলাপাসা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করে চোরের দল। জানা যায় ওই এলাকার বাসিন্দা অঞ্জন চৌধুরী নামে এক ব্যক্তি চাকরি করার সুবাদে উত্তর জেলার ধর্মনগরে একটি ভাড়া ঘরে থাকেন।গত শুক্রবার অঞ্জন চৌধুরীর পরিবারের লোকেরা উত্তর জেলার ধর্মনগরে উনার সেই বাড়াবাড়িতে যান।তখন বাড়িতে আর কেউ ছিল না। সেই একাকিত্বের সুযোগ নিয়ে চোরের দল ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে এবং ঘরে থাকা দুটি আলমারি ভেঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ব্যাংকের এটিএম চুরি করে নিয়ে যায়।আজ উনার পরিবারের লোকেরা ঘরে এসে দেখতে পান যে ঘরের দরজা ভাঙ্গা এবং ঘরের ভেতরে থাকা জিনিসপত্র এলোমেলো করে রাখা। চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়।উক্ত বিষয় নিয়ে কৈলাশহর থানায় অঞ্জন চৌধুরীর স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।প্রায় প্রতিদিনই চুরি-কাণ্ড সংঘটিত হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় যার কারণে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছে শহর এলাকার মানুষ।যার ফলে কৈলাশহর থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ জনগণরা।

Related Post

Leave a Comment