69
ধর্মনগর প্রতিনিধি। আজ 09.08.2024 এ প্রায় 1030 টায় প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস, IPS (IG, BSF ত্রিপুরা ফ্রন্টিয়ার) উত্তর ত্রিপুরার বাগবাসা হেলিপ্যাডে অবতরণ করেন ৷ সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে উত্তর ত্রিপুরা জেলার ইন্দো বাংলা সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা।তার পরিদর্শনের সময়, তিনি বিএসএফ কর্মীদের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। বাংলাদেশের কাহিনী উত্তরোত্তর যেভাবে বেড়ে চলেছে তাতে ভারতের সীমান্তবর্তী এলাকা ত্রিপুরার সীমান্তগুলিকে সতর্ক করতে আইজির এই সফর বলে গণনা করা হয়।