প্রতিনিধি মোহনপুর:- গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী অভিযান চালিয়ে অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়েছে। শুক্রবার সীমান্ত রক্ষী বাহিনীর গোপন খবরের ভিত্তিতে এই যৌথ অভিযান সংঘটিত হয়। এদিন বামুটিয়া বাজার সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত থেকে নেশা সামগ্রী পাচারের সময় গ্রেপ্তার করা হয় তাকে। অভিযুক্ত নেশা কারবারির নাম পীযুষ সরকার। তার বাড়ি ভোগজুর এলাকায়। জানা গেছে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা-বাণিজ্যের সাথে জড়িত রয়েছে সে। প্রতিদিন স্থানীয় এলাকার পাশাপাশি বাংলাদেশ অবৈধ-নিশা সামগ্রী পাচার করছে পীযুষ। শুক্রবার সীমান্ত রক্ষী বাহিনী আগে থেকেই উৎ পেতে বসে পিজুসকে পাকড়াও করার জন্য। সঠিক খবর আসার পর পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মোহনপুরের এসডিপিও বিজয় সেন জানান তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১০০০ অবৈধ ইয়াবা ট্যাবলেট। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। এসডিপিও আরো অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে খতিয়ে দেখা হবে তার সাথে আর কে কে যুক্ত রয়েছে এই পাচার বাণিজ্যে।
52