Home অপরাধ গতকাল রাতে পুলিশি অভিযানে দুই ব্যক্তি সহ বিষ কার্টুন বার্মিজ সিগারেট আটক।

গতকাল রাতে পুলিশি অভিযানে দুই ব্যক্তি সহ বিষ কার্টুন বার্মিজ সিগারেট আটক।

by admin
0 comment 74 views

ধর্মনগর প্রতিনিধি। আবারো দাম ছড়ার নরেন্দ্র নগর সংবাদের শীর্ষে উঠে এলো। এখানে ২৪ ঘন্টা নাকা পয়েন্টে চেকিং চললে ও এই নাকা পয়েন্ট এর মধ্যে দিয়েই মিজোরাম এবং মায়ানমার থেকে ড্রাগ সহ বিভিন্ন অবৈধ জিনিসগুলি প্রবেশ করছে ত্রিপুরা রাজ্যে। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার ভোররাতে একটি অল্টো
গাড়ি এস০১ বি ১৫৪৭ নাম্বারের গাড়ি থেকে বিষ কার্টুন বারমিজ সিগারেট উদ্ধার হয়। উল্লেখ্য প্রতিটি কার্টুন এ দশ হাজার করে সিগারেটের প্যাকেট রয়েছে। তার আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লক্ষ টাকা। দাম ছড়া থানার সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী এই অভিযানে নেতৃত্ব দেন এবং দুজনকে গ্রেফতার করতে সক্ষম হোন। একজন রাহুল নন্দী বয়স ২২ বছর বাড়ি দাম ছড়ার নরেন্দ্রনগর অপরজন রবীন্দ্র সরকার বয়স ৩০ বছর বাড়ি উদয়পুরের আর কে পুর থানাধীন। গোপন সূত্রের ভিত্তিতে খবর আসলে পুলিশ গাড়ি সহ মালগুলি জলে বাসা বাজারের কাছ থেকে উদ্ধার করে এবং পানিসাগর থানায় হস্তান্তরিত করে। প্রত্যহ দাম ছড়া দিয়ে অবৈধ সামগ্রী আসলেও দানছড়া এই ব্যাপারে নির্বিকার। মোট ৯টি পয়েন্ট রয়েছে যেগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো। কিন্তু এই নয়টি গেটের মধ্যে তিনটি গেটে পুলিশ কিছুটা সক্রিয় হলেই প্রচুর অবৈধ দ্রব্য সামগ্রী ধরতে পারে বলে অভিমত। জানা গেছে গতকাল 18 গাড়ি আসামের তৈরি অবৈধ মদ এই রাজ্যে প্রবেশ করেছে এই গেট গুলি দিয়ে। শুধুমাত্র তাই নয়, এই গেট গুলি হয়ে উঠেছে মিজোরাম এবং মায়ানমারের উল্লেখযোগ্য গেট। দাম ছড়া মোটরস্ট্যান্ডের বৃক্ষরোপ দাসের কাছ থেকে এই মালগুলি ওরা কিনেছে বলে জানায়।হঠাৎ হঠাৎ উঁচু স্তরের কর্মকর্তাদের চাপে অভিযান সংগঠিত করলেও অধিকাংশ সময় এই এলাকার পুলিশ সহ সাধারণ মানুষ নির্বিকার ভূমিকা পালন করে চলেছে।

Related Post

Leave a Comment