
প্রতিনিধি কৈলাসহর:- সংখ্যালঘু মোর্চার উদ্যোগে স্নেহ সম্ভাদ অভিযানের অঙ্গ হিসেবে শনিবার দুপুর বেলা কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে একটি হল সভা অনুষ্ঠিত হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী, বিজেপি কিষান মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি আব্দুল গফফার,ঊনকোটি জেলার বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ,জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আকতারুল হোসেন বাবুল,বিজেপি সংখ্যালঘু মোর্চা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ লাভলু, মন্ডল সাধারণ সম্পাদক প্রশান্ত দে,আব্দুল মুনিম থেকে শুরু করে বিজেপি সংখ্যালঘু মোর্চার অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জলন করে উক্ত সভার উদ্বোধন করেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সভাপতি বিল্লাল মিয়া। বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করেন।পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে পূর্ব ত্রিপুরা আসনটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া যায় সেইসব বিষয় নিয়েই আজকের সভায় আলোচনা করা হয়।