প্রতিনিধি, বিশালগড়, ৮ নভেম্বর।। স্বাস্থ্য শিবিরের নামে জালিয়াতির অভিযোগে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে টাকারজলা থানায় পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার গোলাঘাটি বাজারে। জানা যায় বিগত বেশ কয়েক মাস যাবত সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় অল বডি চেকআপ করে আয়ুর্বেদিক ঔষধ দিয়ে রোগ নিরাময়ের নামে সাধারণ মানুষের পকেট কেটে আসছে একটি অসাধু চক্র। আগের দিন মাইকযোগে প্রচার করা হয় যে বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে উন্নত যন্ত্রপাতি দিয়ে সারা শরীর বিনামূল্যে পরিক্ষা নিরিক্ষা করবে। মঙ্গলবার গোলাঘাটি বাজার সেডে এসে বসে অল বডি চেক আপ এর কাজ শুরু করে স্বঘোষিত ডাক্তার তন্ময় ঘন্তি সহ সহকর্মীরা। বিনামূল্যে চেক আপের সুযোগ নিতে সাধারণ মানুষের হুড়োহুড়ি লেগে যায় । বিনামূল্যে ভূয়া চেক-আপ করে হাজার টাকার ঔষধ বিক্রি করা শুরু করে সংস্থাটি। খবর পেয়ে দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এম ও আই সি অন্যান্য মেডিকেল অফিসার সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসে উপস্থিত হন। কিন্তু কোন সদুত্তর ছিল না ভূয়া ডাক্তার তন্ময় ঘন্টির। বৈধ কোন কাগজপত্র ছিল না তাদের কাছে। উল্টো মেডিকেল অফিসারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। সবশেষে অবস্থা বেগতিক দেখে দেখে যন্ত্রপাতি বাক্সপেটরা গুটিয়ে পালানোর সময় পুলিশ গিয়ে তাদেরকে তুলে নিয়ে যায় থানায়। যা-ই স্বাস্থ্য দপ্তরের বদান্যতায় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আমজনতা। যতটুকু খবর এই তন্ময় ঘন্টি ভিন রাজ্যের। বেশ কয়েকদিন ধরে ঘাঁটি গাড়ে ত্রিপুরায়। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকেরা।
102