58
- কিছুদিন পরপর চোরের দল হানা দিচ্ছে চেবড়ি গ্রামীণ হাসপাতালে। চুরি করে নিয়ে যাচ্ছে মূল্যবান সামগ্রী। থানায় অভিযোগ জানানো সত্বেও পুলিশ কোন প্রকার তদন্তে আসেনি। পুলিশের নেতিবাচক মনোভাবের ফলে একরাশ ক্ষুভ উগড়ে দিলেন চেবড়ি গ্রামীন হাসপাতালের ইনচার্জ ড : প্রিয়াঙ্কা দেববর্মা। তিনি জানান গতকাল রাতে চোরের দল হাসপাতালের কমপ্লেক্সে প্রবেশ করে জলের পাইপ ও ট্যাব সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এর পূর্বেও গত ২৫ শে জুন আরো একবার চুরির ঘটনা সংগঠিত হয় হাসপাতালে। তখন খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু পুলিশ কোন প্রকার তদন্তে আসেনি। এই বিষয়ে এলাকাবাসী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে পুলিশের ভুমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন দানা বাধছে। উল্লেখ্য উঠতি বয়সের যুবকরা নেশায় আসক্ত হয়ে এই ধরনের চুরির ঘটনার সাথে যুক্ত হয়ে পড়ছে। নেশা সামগ্রী ক্রয়ের অর্থ জোগাড় করতেই এই ধরনের কাজে লিপ্ত হয়ে পড়ছে। তবে একের পর এক চুরির ঘটনায় অস্বস্তিতে রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য কর্মীগণ। পুলিশের মাধ্যমে এই ধরনের ঘটনার একটা বিহিত হোক সেটাই দাবী তুলেছেন তারা।