Home ত্রিপুরা ট্রাক্টরের কাঁচিতে রক্তাক্ত কৃষক

ট্রাক্টরের কাঁচিতে রক্তাক্ত কৃষক

by admin
0 comment 47 views

 প্রতিনিধি, বিশালগড়, ৮ জুলাই।। ট্রাক্টরের কাঁচিতে মারাত্মকভাবে জখম হয়েছে কৃষক। কৃষকের পুরুষাঙ্গ সহ দুটি পা আটকে গিয়েছে কাঁচিতে। মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার বক্সনগরের পুটিয়া গ্রামে। কৃষক নজরুল ইসলাম জমিতে চাষ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তার আর্তচিৎকারে গোটা পাড়ার মানুষ চাষের জমিতে ছুটে যান। কিন্তু টাক্ট্ররের কাঁচি খোলা সম্ভব হয়নি। কাঁচির ফালসমেত রক্তাক্ত অবস্থায় নজরুল ইসলামকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে তোলার মতো পরিস্থিতি নেই । অবশেষে বোলোরো ট্রাকে রক্তাক্ত অবস্থায় কৃষক নজরুল ইসলামকে ট্রাক্টরের কাটা সমেত নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে।

Related Post

Leave a Comment