Home রাজনীতি সিপিআইএমের পাপের ফল এখনো ভুগছে রাজ্যবাসী : জীতেন্দ্র

সিপিআইএমের পাপের ফল এখনো ভুগছে রাজ্যবাসী : জীতেন্দ্র

by admin
0 comment 124 views

প্রতিনিধি , উদয়পুর :-

গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ জামতলা , শালগড়া ও গর্জনমুড়া লাইন কমিটি ও ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা যৌথ উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয় হদ্রা চৌহমুনী বাজারে । এই পথসভায় প্রধান বক্তা হিসাবে ছিলেন , বিজেপি বিধায়ক জিতেন্দ্র মজুমদার । এছাড়া ছিলেন , বিএমএস এর জেলা সভাপতি গৌতম দাস, হদ্রা গ্রাম প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা । পথসভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন , দেশ ও রাজ্যের উন্নয়নের জন্য এই বারের ২০২৪ সালের লোকসভা ভোটে পুনরায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে বড় মাত্রায় আসন সংখ্যা নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভায় পাঠাতে হবে। ‌ তাহলে এই দেশ আগামী দিনে আরো দ্রুত উন্নয়নশীল থেকে উন্নততর রাষ্ট্র তৈরি হবে ।‌ বর্তমান কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিল করার পর জম্মু-কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে তিন তালাক বাতিল ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উত্তর-পূর্ব ভারতের বিকাশে জোর দিয়েছে সরকার । এছাড়া এই দিন বিধায়ক বাম ও কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান । সেইসাথে ১৯-শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ।এই পথ সভা কে কেন্দ্র করে হদ্রা চৌহমুনী বাজারে প্রচুর সংখ্যায় কর্মচারী মহল থেকে শুরু করে গ্রামবাসী ও বাজারে আসা ক্রেতাদের ভিড় ব্যাপক পরিমাণে দেখা যায় ।

Related Post

Leave a Comment