Home বিনোদন স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যের ৪ এন এস এস স্বেচ্ছাসেবী

স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যের ৪ এন এস এস স্বেচ্ছাসেবী

by admin
0 comment 65 views

প্রতিনিধি,গন্ডাছড়া :- আগামী ১৫ আগষ্ট দিল্লির লাল কেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন রাজ্যের ৪ এন এস এস স্বেচ্ছাসেবী। এই গৌরবময় সুযোগ পেয়েছেন রামঠাকুর মহাবিদ্যালয়ের এন এস এস স্বেচ্ছাসেবক অনুপম দাস ও স্বেচ্ছাসেবীকা মনিকা দেবনাথ এবং ওপেন এন এস এস ইউনিটের স্বেচ্ছাসেবক সোমরাজ লস্কর ও স্বেচ্ছাসেবীকা অঙ্কিত দেববর্মা। এই বিশেষ অনুষ্ঠানে গোটা দেশ থেকে প্রায় চার শতাধিক এন এস এস স্বেচ্ছাসেবী এই প্রথমবার স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি হিসেবে যোগদান করার সুযোগ পেয়েছেন। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যের এন এস এস স্বেচ্ছাসেবীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যক্ষ করার সুযোগ পাওয়ার সংবাদে আনন্দিত রাজ্যের এন এস এস স্বেচ্ছাসেবী ও আধিকারিকরা।

Related Post

Leave a Comment