সীমান্ত রক্ষী বাহিনীর ১৯২ ব্যাটেলিয়ানের উদ্যোগে সোমবার গন্ডাছড়ায় ডেন্টাল ওরাল হেলথ আওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া দুর্গাপুর আনন্দ মোহন রোয়াজা স্মৃতি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এক দিবসীয় উক্ত স্বাস্থ্য সচেতনতা শিবিরের শুভ সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট চন্দ্র মোহন সিং রাউত সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। স্বাস্থ্য শিবিরে তিনজন ডাক্তার ডেন্টাল ওরাল হেলথ আওয়ারনেস এর ওপর বিস্তারিত আলোচনা করেন এবং পরে ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা করে ঔষুধ পত্র লিখে দেন। বিদ্যালয়ের পক্ষ থেকে ডাক্তার চারু রাউত, ডাক্তার রুতিকা সিং এবং ডাক্তার রিয়া বিস্ট এই তিনজন দন্ত চিকিৎসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিনের স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
102