প্রতিনিধি, গন্ডাছড়া ৭ জানুয়ারি:- গন্ডাছড়া বাজার সংলগ্ন ৬০ কার্ড এলাকায় শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন সাতসকালে শুভ্রাংশু পালের দ্বিতল বাড়ির উপরের একটা রুমে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। বাড়ির মালিক শুভ্রাংশু পাল জানান সকাল ছয়টা নাগাদ পুরো বাড়ি জুড়ে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়তেই তাদের সন্দেহ হয় ঘরের মধ্যে কোথাও আগুন লেগেছে। শুভ্রাংশু জানান তারা সবাই নিচের তলায় থাকেন। নিচের তলায় কোথাও আগুন দেখতে না পেয়ে উপরের তলায় গিয়ে একটা রুমের দরজা খুলতেই দেখতে পায় আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক জানান অগ্নিকাণ্ডে নগদ ১০ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বিল্ডিং ঘরের বেশ কিছু অংশে ব্যপক ভাবে ক্ষতি হয় বলে বাড়ির মালিক জানান। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উনার বাড়িতে ছুটে যান বিজেপি রাইমাভ্যালী মণ্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং সরকারিভাবে কিছু সাহায্য পাইয়ে দেবার আশ্বাস দেন। সাত সকালে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
110
previous post