Home ত্রিপুরা উদয়পুরে ৭ হেভেন শপিং মলের নতুন যাত্রা শুরু ।

উদয়পুরে ৭ হেভেন শপিং মলের নতুন যাত্রা শুরু ।

by admin
0 comment 55 views

প্রতিনিধি, উদয়পুর :- দুর্গাপূজোর আগে উদয়পুরের মুকুটে নতুনভাবে যুক্ত হলো আরো একটি পালক । মঙ্গলবার দুপুর একটায় উদয়পুর অরুণাচল সংঘের জাতীয় সড়কের পাশে সেভেন হেভেন নামে নতুন শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হলো। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উদয়পুরের বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস। এছাড়া ছিলেন শপিং মলের কর্ণধার মানিক সূত্রধর সহ তার গোটা পরিবার । এদিন দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রেতাদের ভীড় ব্যাপকভাবে লক্ষ্য করা যায় । সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এর শপিংমলে একই ছাদের নীচে পাওয়া যাচ্ছে মুদি সামগ্রী । অনলাইন বিলিং সিস্টেম রয়েছে সেভেন হেভেনের এই শোরুমে । এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস বলেন , বর্তমান সময়ে মানুষ স্বাচ্ছন্দ্য ও সুবিধা ভোগ করতে বেশি পছন্দ করেন ‌ । শহর লাগুয়া জাতীয় সড়কের পাশে এই ধরনের শপিংমল অনেকটাই উপকারে আসবে জনগণের। হাতের কাছে সমস্ত ধরনের সামগ্রী পেয়ে যাবেন ক্রেতারা যা খুবই উপকারে আসবে তাদের। উদয়পুরে এত সুন্দর একটি শপিংমল কখনো গড়ে ওঠেনি । যা বর্তমানে তার কর্ণধার মানিক সূত্রধর এত সুন্দর ভাবে তার ভাবনা-চিন্তা ফুটিয়ে তুলেছেন এই শপিংমল কে কেন্দ্র করে। আগামী দিনগুলি আরো সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠুক সে কামনা করেন বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস । পাশাপাশি বর্তমানে চলছে মন মাতানো ধামাকা অফার। ‌ এদিন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক ভীড় করা যায় এদিন উদয়পুরের এই সেভেন হেভেন শপিংমলে ।

Related Post

Leave a Comment