Home রাজনীতি বিশালগড়ে প্রচারে ঝড় তুলেছে বিজেপি

বিশালগড়ে প্রচারে ঝড় তুলেছে বিজেপি

by admin
0 comment 52 views

প্রতিনিধি, বিশালগড় , ৬ আগস্ট।। আগামীকাল ৮ আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত গঠনে ভোট দেবে গ্রামের জনতা । অধিকাংশ পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। তবে অধিকাংশ জেলা পরিষদের আসনে নির্বাচন হবে। পৃথকভাবেই কংগ্রেস এবং সিপিএম লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু নির্বাচনী প্রচারের অন্তিম দিনেও বিশালগড়ে দেখা মিলেনি বিরোধীদের। বলা যায় মাঠ ছেড়ে দিয়েছে বিরোধীরা। প্রচারের অন্তিম দিনেও ময়দানে দাপিয়ে বেড়িয়েছি বিজেপি। মঙ্গলবার বিশালগড়ে সাড়া জাগানো প্রচার পরিলক্ষিত হয় বিজেপির। সিপাহীজলা জেলা পরিষদের ৪ নং আসনের প্রার্থী রুকিয়া বেগমের সমর্থনে ঘনিয়ামারা, প্রভুরামপুর এবং গজারিয়া পঞ্চায়েত এলাকায় পদযাত্রা, পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, প্রার্থী রুকিয়া বেগম প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকাশের ধারা অব্যাহত রাখতে বিজেপিকে ভোট দেওয়ার আহবান জানান বিধায়ক সুশান্ত দেব। এছাড়া এদিন সিপাহীজলা জেলা পরিষদের পাঁচ নং আসনের বিজেপির প্রার্থী সুমিত্রা দাসের সমর্থনে গোলাঘাটি বিধানসভার পাঁচটি এবং বিশালগড় বিধানসভার দু’টি পঞ্চায়েতে প্রচারে ঝড় তুলেছে বিজেপির কার্যকর্তারা। প্রচারের অন্তিম দিনে
পাথালিয়াবাড়ি, গোলাঘাটি, গোপীনগরে প্রচারে অংশ নেন প্রার্থী সুমিত্রা দাস। গোলাঘাটির মারাক পাড়ায় মিছিল ও পথসভায় অংশ নেন বিজেপির জেলা পরিষদের প্রার্থী সুমিত্রা দাস এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী রবীন্দ্র দত্ত। মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীত দাস সহ স্থানীয় কার্যকর্তারা পাথালিয়াবাড়ির নবশান্তিগঞ্জ বাজারে প্রচার করেন।

Related Post

Leave a Comment