Home ত্রিপুরা আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মিলিত হন তোর জেলার পুলিশ সুপার ভানপদ চক্রবর্তী।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মিলিত হন তোর জেলার পুলিশ সুপার ভানপদ চক্রবর্তী।

by admin
0 comment 44 views

ধর্মনগর প্রতিনিধি। আগামী ৮ আগস্ট রাজ্যের বিভিন্ন জেলার সাথে উত্তর জেলায় ত্রিস্তর ী পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হতে চলেছে। মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে এবং নির্ভয়ে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য উত্তর জেলা পুলিশ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।। উত্তর জেলায় সিআরপিএফ, এস এস বি, বিএসএফ, ত্রিপুরা স্টেইট রাইফেলসের জোয়ানরা এবং রাজ্য পুলিশের জোয়ানরা বিভিন্ন এলাকায় শুধুমাত্র পোলিং স্টেশন গুলিতে নয় অন্যান্য জায়গায় মানুষের নিরাপত্তা এবং নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সাহায্য প্রদান করে যাবে। মোট ৩ ৪৭ টি পোলিং স্টেশনে উত্তর ত্রিপুরায় ভোটগ্রহণ করা হবে। তার মধ্যে টিকাল রয়েছে আটট, সানসিটিভ রয়েছে ৯০ টি পোলিং স্টেশন এবং সাধারণ রয়েছে ২49 টি পোলিং স্টেশন। ব্যাজ জেলায় চার কম্পানি সিআরপিএফ পাওয়া গিয়েছে এই সিআরপিএফ জোয়ানরা মানুষের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। কলিং স্টেশনের পাশাপাশি সেন্সিটিভ এলাকায় নিরাপত্তা কর্মীরা থাকবে। তার পাশাপাশি তিনি আবেদন জানান পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে তাই কোন কিছু পেলে ই মানুষ যাতে পোস্ট না করে। একটু ভেবেচিন্তে দেখে সঠিক কিনা। আমরা শান্তিপ্রিয় দেশের ঐক্য শান্তির শৃঙ্খলা বজায় রাখার পক্ষপাতী। তাই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোন ধরনের অপ্রীতিকর পোস্ট না করার জন্য জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আহ্বান জানান। সবাই যাতে তাদের কোরআনকে অধিকার প্রয়োগ করে তার প্রতিও তিনি আহ্বান জানান।

Related Post

Leave a Comment