ধর্মনগর প্রতিনিধি। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অস্থির অবস্থা। এমন সময় সেই দেশের নাগরিকরা পালিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। আজ দুজন বাংলাদেশি তৃতীয় লিঙ্গের নাগরিক ধরা পড়ে বিএসএফের জওয়ানদের হাতে। ঘটনার বিবরণে জানা যায় একজনের নাম প্রতিমা এবং অপরজনের নাম কুসুম।। তারা কুমারঘাট থেকে প্রাইভেট গাড়িতে রাজবাড়ী কোপারেটিভের সামনে আসে। সেখানে জনৈক ইরিক্সা কে বলে আইএস বিটি পৌঁছে দিতে বিনিময়ে ১০০ টাকা দেবে। আই এস বি টি তে ই রিক্সা তাদের পৌঁছে দিলে সাদা পোশাকে বিএসএফের জোয়ানরা তাদের ধরে ফেলে। ই রিক্সা চালকের বাড়ি চন্দ্রপুর হওয়ায় সঠিক কাগজপত্র দেখিয়ে সে ছাড়া পেয়ে যায় এবং প্রতিমা ও কুসুম কে বিএসএফের জোয়ানরা ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দ দেয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় যে যেমন করে পারে দেশ ছেড়ে ভারতের দিকে পদার্পণ করছে ভবিষ্যতে বেঁচে থাকা এবং কিছু একটা করে খাবার জোগাড় করার জন্য। এদিকে বিএসএফ সতর্ক থাকায় সীমান্ত তাদের নজরদারি গঠন করায় বাংলাদেশ থেকে আসা মানুষেরা এখন ধরা পড়বে বলে বিশেষজ্ঞদের মন্তব্য।
47
previous post