Provident Fund Interest: চলতি মাসেই দেশের কোটি কোটি মানুষের জন্য দুঃসংবাদ বয়ে আনতে পারে EPFO-র বৈঠক। পিএফ-এর সুদের হার নিয়ে সিদ্ধান্ত হবে এই বৈঠকে। সংবাদমাধ্যমের খবর বলছে,এই বৈঠকেই চলতি আর্থিক বছরের পিএফ-এর সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যান বলছে, পিএফ-এ সুদের হার ইতিমধ্যেই ৪৩ বছরের মধ্যে সর্বথেকে নিচে রয়েছে। এই হার আরও কমলে বিপাকে পড়বেন চাকরিজীবীরা।
EPFO Interest Rate: কমেই চলেছে পিএফ-এর সুদের হার
বর্তমানে EPFO-র সাড়ে ছয় কোটিরও বেশি গ্রাহক রয়েছে। যার মধ্যে পিএফ-এর সুদের হার কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে। EPFO 2021-22-এর জন্য PF-এর সুদের হার 8.1 শতাংশ নির্ধারণ করেছিল, যা 1977-78-এর পরে PF-এ সর্বনিম্ন সুদের হার। এর আগে 2020-21 সালে, পিএফ-এ 8.5 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছিল। 2020-21 অর্থবছরে PF-এর সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। ঠিক এক বছর আগে 2019-20 সালে এই সুদের হার 8.65 শতাংশ থেকে কমিয়ে 8.5 শতাংশ করা হয়েছিল। নতুন করে চিন্তা বাড়াচ্ছে এই খবর।
Provident Fund Interest: কোটি কোটি মানুষের ক্ষতি
আগামী ২৫-২৬ মার্চ EPFO-এর বৈঠক হতে চলেছে, যাতে সুদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংবাদপত্রে প্রকাশিত খবর বলছে, পিএফ-এর সুদ আরও কমিয়ে ৮ শতাংশ করা যেতে পারে। খবর অনুযায়ী, আগামী বছর লোকসভা নির্বাচন হতে চলেছে। তার আগে অনেক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন, পিএফ-এর সুদের হার খুব বেশি কমানোর সুযোগ নেই। তবে এটি গত বছরের তুলনায় কমানো সম্ভব। এমন হলে চাকরিজীবী কোটি কোটি মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়বে।
EPFO এখানে বিনিয়োগ করে
কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা( EPFO) অনেক জায়গায় PF অ্যাকাউন্টহোল্ডারদের টাকা জমা বিনিয়োগ করে। এই বিনিয়োগ থেকে আয়ের একটি অংশ সুদের আকারে অ্যাকাউন্টধারকদের কাছে ফেরত দেওয়া হয়। বর্তমানে, EPFO ঋণের বিকল্পগুলিতে ৮৫ শতাংশ বিনিয়োগ করে। যার মধ্যে সরকার সিকিউরিটিজ ও বন্ড রয়েছে। বাকি ১৫ শতাংশ ইটিএফ-এ বিনিয়োগ করা হয়। ঋণ ও ইক্যুইটি থেকে উপার্জনের ভিত্তিতে এই পিএফের সুদ নির্ধারণ করা হয়।