প্রতিনিধি , উদয়পুর :- বৃহস্পতিবার দুপুরে উদয়পুর মহকুমা ভিত্তিক ৬৩ তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সংবর্ধনা দেওয়া হয় উদয়পুর বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগরতলা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ভক্তি সুধানন্দ । এছাড়া ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অধিকারীক বিকাশ নাথ সহ প্রমূখ । এদিন সকল অতিথিরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । এদিনের অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন , বিশ্বের বিভিন্ন দেশে রাধাকৃষ্ণাণের দার্শনিক বক্তৃতা খুবই প্রশংসিত হয়েছে। তিনি একাধিক দার্শনিক গ্রন্থ রচনা করেছেন, যা পণ্ডিত মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর “অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ” গ্রন্থটির জন্য তিনি নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত পুরস্কার পাননি। ১৯৭৫ সালে ‘প্রগতিতে ধর্মের অবদান’ বিষয়ক রচনার জন্য তিনি ‘টেম্পলটন’ পুরস্কার পান। তাঁর প্রথম গ্রন্থ ‘দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগোর’ এবং দ্বিতীয় গ্রন্থ ‘দ্য রেইন অফ রিলিজিয়ন ইন কনটেমপোরারি ফিলোজফি’ উল্লেখযোগ্য। এদিনের অনুষ্ঠানে ৮৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক দের মধ্যে সংবর্ধনা জ্ঞাপন করা হয় । গোটা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল সারা জাগানো
36
next post