Home ত্রিপুরা শিক্ষকরা হলেন সমাজের অভিভাবক জোলাই বাড়ি ব্লক ভিত্তিক শিক্ষক দিবস অনুষ্ঠানে বললেন উদ্বোধক তাপস দত্ত।

শিক্ষকরা হলেন সমাজের অভিভাবক জোলাই বাড়ি ব্লক ভিত্তিক শিক্ষক দিবস অনুষ্ঠানে বললেন উদ্বোধক তাপস দত্ত।

by admin
0 comment 30 views

 শান্তির বাজার মহকুমা প্রতিনিধি : শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীদের নিয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে জোলাই বাড়ি ব্লক ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয় জোলাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হল ঘরে। এই মহতি অনুষ্ঠানের প্রথমে শিক্ষার পথ প্রদর্শক ডক্টর রাধা কৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পর্পণ করে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাই বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। উদ্বোধকের পাশাপাশি এই মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ইন্দ্রনীল ভৌমিক অর্থনৈতিক বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বিষ্ণু চন্দ্র গুপ্ত জোলাই বাড়ি ব্লক ভিডিও, বিকাশ দেবনাথ জোলাই বাড়ি শিক্ষা অধিকত্তা , জীবন দাস ওএসডি দক্ষিণ ত্রিপুরার শিক্ষা অধিকত্তা সহ অন্যান্যরা। জোলাই বাড়ি ব্লকের ১৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা স্বরূপ সম্মান প্রদান করা হয়। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিবার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে উপস্থিত অতিথি এবং অভিভাবকদের বিনোদনের মাধ্যমে মনমুগ্ধ করে তোলেন। ৬৩ তম জলাইবাড়ি ব্লকভিত্তিক আজকের এই জাতীয় শিক্ষক দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

Related Post

Leave a Comment